সিবিআই-এর পর এবার হুগলি জেলার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে হানা দিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর বিরুদ্ধে ‘টাকা’ নেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল কুন্তল ৩২৫ জন প্রার্থীর কাছ থেকে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছে বলে CBI-কে জানিয়েছিল তাপস।
Bankura News : কবে মিলবে বকেয়া ডিএ ? প্রধান শিক্ষকের প্রশ্নে বিব্রত সাংসদ
এই অভিযোগ আসতেই জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্ল্যালেসে। বুধবার সেখানেও হাজিরাও দেন কুন্তল। শুক্রবার সকালে ইডির দুটি দল কুন্তলের চিনারপার্ক এলাকার জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে বলে খবর।