এবার আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগে রাজ্য বিধানসভার পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর।
ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে নোটিস। সেই নোটিশে দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে।
Arpita Mukhejree:অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও ৪টি বিলাসবহুল গাড়ি, তদন্তে ইডি
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জিতলেও কয়েক মাস পরেই তৃণমূলে যোগ দেন তিনি। তাঁকে তৃণমূলে যোগদান করান দলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপর গত ৩০ জুন তাঁকে পিএসসির চেয়ারম্যান মনোনীত করা হয়। ঘটনাচক্রে, তার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘নোটিস পাঠানোর’ হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণীকে। এবার সত্যিই ইডির নোটিশ গেল কৃষ্ণ কল্যাণীর কাছে। তবে এই বিষয়ে এখনও কৃষ্ণ কল্যাণীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।