নিয়োগ দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীকেও জেরা করা উচিত। দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আইনের উর্দ্ধে নন। প্রয়োজনে নবান্ন বা তাঁর ঠিক করে কোনও জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করুক গোয়েন্দারা,মন্তব্য শুভেন্দুর।
পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শাসককে বিঁধেছেন বিরোধীরা। মানিক-RK কথোপকথনের রেকর্ড হাতে এসেছে তদন্তকারীদের। হোয়াটসঅ্যাপে RK-কে মানিক জানান, DD তালিকায় অনুমোদন দিয়েছেন। এই RK ও DD দুটি নাম নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। এমনকি, প্রাক্তন পর্ষদ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিও মিলেছে বলে দাবি ইডির।
আরও পড়ুন- Mamata Banerjee : নিউটাউনের তাপসে 'বিরক্ত' মমতা, দলের বাইরে মুখ খোলায় উষ্মা প্রকাশ নেত্রীর
বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির কথা কেস ডায়েরিতে উল্লেখ করেছে ইডি। এতে দু’টো জিনিস খুব পরিষ্কারভাবে প্রমাণ হয়, হোয়াটসঅ্যাপে ডিডি, আর মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে লেখা চিঠি। সেখানে বলা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক, যিনি ৪৪টি চাকরির জন্য ৩ কোটি ৮ লক্ষ টাকা তুলেছেন।’’
তবে ইডির হাতে থাকা চিঠি সম্পর্কে কীভাবে তথ্য পেলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ইডির হাতে থাকা তথ্য পাবলিক ডোমেইনে আসার আগে কীভাবে জানতে পারছেন শুভেন্দু অধিকারী? এই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।