নিয়োগ দুর্নীতি নিয়োগ (Recruitment Scam) মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করল ইডি (ED) । মানিকের গ্রেফতারির ৬০ দিনের মধ্যে ইডিকে চার্জশিট (ED submits Chargesheet against Manik) পেশ করতে বলেছিল আদালত । সেইমতো তার একদিন আগেই বুধবার দুপুরে একটি ট্রাঙ্কে করে চার্জশিট এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নগর দায়রা আদালতে হাজির হন ইডি আধিকারিকরা । ইডি সূত্রে খবর, চার্জশিটে মানিকের স্ত্রী-পুত্রেরও নাম রয়েছে ।
জানা গিয়েছে, ১৬০ পাতার চার্জশিট তৈরি করেছে ইডি । যে ট্রাঙ্কে চার্জশিট নিয়ে আসা হয়, সেখানে প্রায় ৬০০০ পাতার নথি রয়েছে বলে ইডি সূত্রে খবর । চার্জশিটে মানিক ছাড়াও আরও পাঁচজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে । কাদের কাদের নাম রয়েছে ? ইডি সূত্রে খবর, চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও দুটি সংস্থার নাম রয়েছে ।
আরও পড়ুন, Jalpaiguri News: আয় বাড়াতে রাজ্য সরকারের বিকল্প উদ্যোগ, উত্তরবঙ্গে সরকারি পার্ক ভাড়া দেবে বন দফতর
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার বিনিময়ে চাকরির সুপারিশ দেওয়ার অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে । অন্যদিকে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড এবং ডিএলএড কলেজের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ারও অভিযোগ রয়েছে চার্জশিটে । চার্জশিটে মানিকের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে । উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে জানিয়েছিল, ২০১৬ সালেই মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীয়ের জয়েন্ট অ্যাকাউন্টের কেওয়াইসি-র ২০১৯ সাল পর্যন্ত আপডেট করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মানিকের আইনজীবীর দাবি, ওই অ্যাকাউন্টটি ১৯৮১ সাল থেকে রয়েছে। অ্যাকাউন্টের ধারক অন্য ব্যক্তি হলেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। ইডির পাল্টা দাবি, অ্যাকাউন্টের অন্য ধারক ২০১৬ সালে মারা গেলেও ব্যাঙ্ককে সেই তথ্য জানানো হয়নি।