নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কিছু প্রভাবশালীর নাম আদালতে জমা দিল ইডি। বুধবার নিম্ন আদালতে কেস ডায়েরি পেশ করে ইডি ওই প্রভাবশালী নামগুলির দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে। বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। ইডি সূত্রে খবর, ওই নামগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে তাঁরা আদালতে তা প্রকাশ করতে চাননি।
বুধবার শান্তনুর আইনজীবী জানান, তাঁর যা কিছু বিষয়-সম্পত্তি, সবই ঋণ নিয়ে কেনা হয়েছে। এর পাল্টা ইডির আইনজীবীর প্রশ্ন, শান্তনু সরকারি কর্মী হয়ে কীভাবে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৯ এপ্রিল পর্যন্ত শান্তনুর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন- Hanuman Jayanti: বাড়তি ফোর্স-সিসিটিভি, হনুমান জয়ন্তীতে কলকাতায় কড়া পুলিশি নিরাপত্তা