হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে টাকা দেওয়ার অভিযোগ। চাকরি বিক্রির জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়ার অভিযোগে হুগলির তৃণমূল নেতা গুণধর খাঁড়াকে ইডির তলব। আরামবাগ পঞ্চায়েত সমিতির এই সভাপতিকে বৃহস্পতিবার নথিসহ তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। উল্লেখ্য, চলতি সপ্তাহেই সিজিওতে হাজিরা দেন এই তৃণমূল নেতা। ফের একবার তাঁকে তলব করেছে ইডি।
ওই তৃণমূল নেতার অভিযোগ, শান্তনুকে প্রায় দেড় কোটি টাকা দেওয়ার পরও মেলেনি সরকারি চাকরি। ইডির দাবি, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের চাকরি পেতে গুণধর খাঁড়া শান্তনুকে ওই টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরি না পাওয়ার পর শান্তনুকে ফোন করেও কোন লাভ হয়নি বলে অভিযোগ। বরং শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। অন্যদিকে, শান্তনুর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন- Vinesh Phogat: 'চাইলে আমাদের মেরে ফেলুন', পুলিশি আক্রমণের মুখে কেঁদে ফেললেন কুস্তিগীর ভিনেশ ফোগাট