গরুপাচার তদন্তে চাপ বাড়াতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা-সহ মোট ১২ জনকে দিল্লিতে তলব ইডির। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এমনই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলকে সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হতে পারে।
গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেদিন রাতেই বিচারকের বাড়িতে শুনানি হয়। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে অনুব্রতের আইনজীবী মুদিন জৈন দাবি করেন, গত ৩ দিনে মাত্র ২ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁর মক্কেলককে। তা সত্ত্বেও ফের কেন হেফাজতের আবেদন। তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।
আরও পড়ুন - গরুপাচার সংক্রান্ত বহু তথ্য পাওয়া বাকি, ফের অনুব্রত মণ্ডলকে হেফাজতে চায় ইডি
সুকন্যা ছাড়াও ইডির তালিকায় আছেন হিসাব রক্ষণক মণীশ কোঠারি। সুকন্যা-সহ যাদের অ্যাকাউন্টে লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে, তাদের তলব করা হয়েছে।