তাঁর আইনজীবীর দাবি, রবিবার মধ্যরাতে ইডি-র (ED) দফতরে হাজিরা দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে মেনকা গম্ভীরকে (Menka Gambhir)। সোমবার দুপুর ১২.৩০ এ ফের তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে।
রবিবার রাত সাড়ে ১২ নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি মেনকার আইনজীবীর। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সল্টলেক সিজিও দফতরে পৌঁছে যান অভিষেকের শ্যালিকা। বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে তাঁরা ফিরে যান।
Menka Gambhir: কয়লাকাণ্ডে মাঝরাতে ইডি-র তলব, 'সাড়া না পেয়ে' ফিরে এলেন অভিষেক-শ্যালিকা
মেনকা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময়। নিরাপত্তারক্ষীদের নোটিসের কথা জানাতে গেট খুলে দেন রক্ষী। ইডির অফিস তালাবন্ধ থাকায় কিছু ক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান দাবি মেনকার আইনিজীবীর। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ মেনকাকে ইডির তলব কেন, তা স্পষ্ট হয়নি।
কিছু দিন আগেই কয়লা-কাণ্ডে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এই মামলায় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেকের শ্যালিকাও। সম্প্রতি কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে, দিল্লি নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মেনকাকে। মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও আদালতের নির্দেশ।
গত শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে মেনকাকে ব্যাঙ্কক যাওয়ার জন্য উড়ানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই মেনকাকে বাধা দেয় অভিবাসন দফতর।