মঙ্গলবার ফের ইডি জেরার মুখোমুখি হবেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (ED summons Bonny) । এদিন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে । বনি আগেই জানিয়েছিলেন, কুন্তলের থেকে টাকা নিয়ে গাড়ি কিনেছেন তিনি । এবার সেই গাড়ি কেনার নথি-সহ এদিন ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বনিকে (Bonny Sengupta) ।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। আর্থিক লেনদেনর তথ্য জানার পর শুক্রবার তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু তার একদিন আগেই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেতা । প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । কুন্তল সম্পর্কে বনি জানান, তাঁর সঙ্গে ব্যাক্তিগত সম্পর্ক ছিল । তবে, কুন্তল যে এভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা তিনি জানতে না ।
অভিনেতা আরও জানান, কুন্তল একবারই টাকা দিয়েছিলেন। তা দিয়ে গাড়ি কিনেছিলেন । টাকার পরিমাণ প্রায় ৪০ লাখের মতো । যদিও সেই গাড়ি তিনি পাঁচ বছর আগেই বেঁচে দেন । বনির কথায়, "আমার কোনও পরিচিত যদি বলেন, তোমায় আমি হেল্প করব, তাহলে তো আমি টাকা নিতেই পারি ।" পরে টাকার বিনিময়ে তিনি অনেকগুলো ইভেন্ট করে দিয়েছিলেন । তবে কুন্তলের সঙ্গে কোনও সিনেমা বা কোনও মিউজিক ভিডিওতে কাজ করেননি তিনি । কথা হয়েও শেষ পর্যন্ত আর কাজ এগোয়নি বলে জানিয়েছেন ।