গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) এবার ধৃত সহগল হোসেনের (Sehgal Hossain) মা ও স্ত্রীকে তলব করল ইডি (ED) । সহগল হোসেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী । গরু পাচার-কাণ্ডে এখন দু'জনেই আসানসোল সংশোধনাগারে রয়েছেন । এবার গরু পাচারের তদন্তে সহগলের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । জানা গিয়েছে, তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে । তবে সূত্রের খবর, ইডির সমনের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন সহগল হোসেনের মা ও স্ত্রী ।
ইডি সূত্রে দাবি, সহগলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তি রয়েছে । গরু পাচারের তদন্তে নেমে সেসব সম্পত্তির হদিস পান ইডি আধিকারিকরা । সহগলের গ্রেফতারের পর সেই সম্পত্তির লেনদেন করতে চেয়েছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । এর আগে সিবিআই দাবি করেছিল, সহগল ও তাঁর পরিবারের নামে ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে । এই বিপুল সম্পত্তির উৎস কী, সেই বিষয়ে জানতে সহগলের মা ও স্ত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ।
আরও পড়ুন, SFI-DYFI Insaaf Sabha:ভিক্টোরিয়া হাউজ নয়, আনিস কাণ্ডের বিচার চাইতে আজ ওয়াই চ্যানেলে SFI-DYFI
উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে নেমে তৃণমূল নেতা অনুব্রতের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা । অনুব্রতর একাধিক ঘনিষ্ঠের নামেও বিপুল সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে । পাশাপাশি, অনুব্রতর কন্যা সুকন্যার নামেও বিপুল সম্পত্তি রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার । সম্প্রতি, এই নিয়ে সুকন্যাকে জেরা করে সিবিআই । তাঁর বয়ানও রেকর্ড করা হয় বলে সূত্রের খবর ।