গরুপাচার কাণ্ডে (Cow Smuggling Case) এবার দিল্লিতে তলব করা হল আসানসোল জেলের সুপার (Asansol Jail Super) কৃপাময় নন্দীকে । ইডির তরফে একটি নোটিস পাঠানো হয়েছে । সেখানে লেখা রয়েছে, আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দিতে হবে । জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছেন কৃপাময় । তাঁদের সিদ্ধান্ত মতোই পরবর্তী পদক্ষেপ করবেন তিনি ।
জানা গিয়েছে, কৃপাময়কে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে আসতে বলা হয়েছে । এছাড়া, আসানসোলে জেলে বন্দী থাকাকালীন অনুব্রত, সায়গল হোসেনদের সঙ্গে কারা দেখা করতে আসতেন,সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে । এক সংবাদমাধ্যমকে কৃপাময় জানিয়েছেন, আগামী ৫ এপ্রিল তাঁকে তলব করা হয়েছে । তবে ঠিক কী কারণে ডাকা হয়েছে, তিনি এখনও জানেন না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো কাজ করবেন তিনি ।
আরও পড়ুন, Amritpal Singh : ISI-এর সঙ্গে হাত মিলিয়ে পঞ্জাব ভাঙার পরিকল্পনা ছিল অমৃতপালের, দাবি গোয়েন্দাদের
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে । ৩ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে। তাঁকে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ কোর্ট ।