নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে কুন্তলের স্ত্রী জয়শ্রী। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবার বেআইনি লেনদেন ইস্যুতে ইডি রাডারে জয়শ্রী ঘোষ। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কুন্তল সহ অন্যান্যদের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণের জন্য জয়শ্রীকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। ব্যাঙ্ক লেনদেন সহ বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে হাজিরা দেন জয়শ্রী। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে এদিন কুন্তল-পত্নী সিজিও দফতরে ঢুকে যান।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবারই বহিষ্কার করে তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনও তৃণমূল নেতাকে বহিষ্কারের পথে হাঁটল তৃণমূল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে হুগলির এই দুই তৃণমূল যুবনেতাকে ছেঁটে ফেলেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- Sameer Khakkar Passes Away: ৭০ বছরে থামল জীবন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর খাখর