কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় ইডি(Enforcement Directorate)। শুক্রবার ফের তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)ও বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে(Sushanta Mahato)। কয়লা পাচার কাণ্ডে জেরা করতেই দুই জনপ্রতিনিধিকে ডাকা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁদের দিল্লিতে ইডির (Delhi ED Office)দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চারবার ইডির জেরার সম্মুখীন হয়েছেন মলয় ঘটক। কিন্তু বিধায়ক সুশান্ত মাহাতোকে প্রথমবার তলব করেছে ইডি।
আরও পড়ুন: ভয়াবহ ঘটনা! ছেলের পোষ্য পিটবুলের কামড়ে লখনউতে মৃত্যু বৃদ্ধার
গত ১১ জুন পুরুলিয়ায় বিজেপির একটি জনসভায় তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে কয়লা চোর বলে আক্রমণ করেছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari)। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুশান্ত মাহাতো। এই প্রথম পুরুলিয়ার কোনও নেতাকে কয়লাপাচার কাণ্ডে জেরার জন্য তলব করল ইডি।