বৃহস্পতিবার গরুপাচার মামলায় ফের মলয় পিটকে দিল্লি তলব ইডির। অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বহু প্রশ্নের উত্তর দেননি বলেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, স্বাধীন ট্রাস্টের এই কর্ণধারকে প্রথমবার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন গোয়েন্দারা। ফলে বুধবারের পর ফের বৃহস্পতিতে মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
অনুব্রত-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর সংস্থা স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রতর আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, ওই বিপুল অঙ্কের টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে। টাকার উৎস সম্পর্কে ওই ব্যবসায়ীর কাছে তথ্য চায় ইডি।
অন্যদিকে, শুক্রবার দিল্লিতে তলব করা হয়েছে অনুব্রতর জামাইবাবু কমলাকান্ত ঘোষকে। ভোল ব্যোম চালকল সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব বলে খবর ইডি সূত্রে। তাঁর বিরুদ্ধেও বিপুল অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সেই লেনদেন থেকে কতটা লাভবান হয়েছেন কমলাকান্ত, তা জানতে চান তদন্তকারীরা।