সিবিআইয়ের (CBI) পর এবার ইডি (ED) । মলয় ঘটকে (ED Summons Moloy Ghatak) তলব করল কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা । সূত্রের খবর, আগামী সপ্তাহে মলয়কে দিল্লিতে তলব করা হয়েছে । ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে হাজিরা দিতে হবে । সিবিআইয়ের (CBI) জেরার দিনই এই সংক্রান্ত একটি নোটিস পাঠানো হয়েছে মন্ত্রীকে । উল্লেখ্য, টানা আট ঘণ্টা সিবিআইয়ের জেরার পর বুধবার বিকেলে হাসিমুখেই বাড়ি থেকে বেরিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । তাঁর কিছু ক্ষণ বাদেই ইডির তলবের নোটিস পেলেন তিনি ।
জানা গিয়েছে, কয়লা-পাচার কাণ্ডেই তাঁকে তলব করা হয়েছে । এর আগেও এই মামলায় তাঁকে তলব করা হয়েছিল । কিন্তু, আসানসোল উত্তরের বিধায়ক সে বার তলব এড়িয়েছেন । আবারও, ইডির তলব করল মলয়কে । এবার তিনি দিল্লি যান কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের ।
আরও পড়ুন, Moloy Ghatak's house: কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট ক'টি বাড়ি মলয়ের? কী বলছেন স্থানীয়রা?
বুধবার সকালে কয়লা-কাণ্ডে ডালহৌসিতে আইনমন্ত্রীর সরকারি বাসভবনে যায় সিবিআইয়ের একটি দল। এর পাশাপাশি কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট পাঁচটি বাড়িতেও তল্লাশি চলে। পরে রাজভবনের পাশে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেখান থেকে তাঁরা বিকেল ৪টে নাগাদ বেরোন ।প্রায় একই সময় আসানসোলে মলয়ের পৈতৃক বাড়ি থেকেও বেরিয়েছে সিবিআই । দীর্ঘ সাড়ে আট ঘণ্টা সিবিআই জেরার পর বাড়ি থেকে হাসিমুখেই বেরোন রাজ্য়ের মন্ত্রী মলয় ঘটক । তিনি বলেন, এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।