পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই ফের ইডির দুয়ারে ডাক পড়ল আইনমন্ত্রীর । চলতি মাসে তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে । এই সংক্রান্ত নোটিস ইতিমধ্যেই মন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে বলে খবর । উল্লেখ্য, আগেও একাধিকবার ইডি তলব করেছে তাঁকে । কিন্তু, বারবার হাজিরা এড়িয়েছেন । এবারও দিল্লি যাবেন কি না, সেই বিষয়ে সংশয় রয়েছে ।
গত মাসের শেষের দিকেও তাঁকে তলব করেছিল ইডি । সেইসময় আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ই-মেল করে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে প্রচার ও অন্যান্য কর্মসূচি নিয়ে ব্যস্ত । সেই কারণে দিল্লি যেতে পারছেন না । সেইসঙ্গে তিনি জানান,পঞ্চায়েত ভোটের কাজকর্ম মিটে গেলে তিনি দিল্লি যাবেন । ইডি আধিকারিকদের মুখোমুখি হবেন । পঞ্চায়েত ভোট তো প্রায় মিটেই গিয়েছে । সেক্ষেত্রে এবার কি কথা রাখবেন মন্ত্রী , দিলিতে ইডি দফতরে হাজিরা দেবেন ? তা সময়ই বলবে ।
আরও পড়ুন, Rahul Gandhi : নিজামুদ্দিনের নতুন ফ্ল্যাটে কবে যাচ্ছেন রাহুল ? আগে ওখানে কে থাকত জানেন ?
উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি করেছে সিবিআই। কিন্তু, বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক । প্রায় ১২ বার ইডির হাজিরা এড়িয়েছেন তিনি ।