নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের রেশ কাটতে না কাটতেই এবার আরেক রহস্যময়ীর হদিশ মিলল। ধৃত কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে সোমা চক্রবর্তীর নাম হাতে আসে ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২০ সাল থেকে সোমা চক্রবর্তী নামক ওই মহিলার সঙ্গে বেশ কয়েকবার আর্থিক লেনদেন চালান কুন্তল। কুন্তল ধাপে ধাপে প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও জানিয়েছে ইডি। ধৃত বলাগড়ের তৃণমূল যুবনেতার ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখেই সোমাকে তলব করে ইডি। তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে ঘুরে এসেছেন বলেও খবর।
অন্যদিকে, প্রথমবারের মতো মুখ খুললেন হৈমন্তী। তাঁর দাবি, কীভাবে দুর্নীতি হয়, তা নিয়েও তাঁর কোনও ধারণা নেই। পাশাপাশি, এই 'রহস্যময়ী'-এর আরও দাবি, শিক্ষা দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে তিনি চেনেন না। কেন কেউ তাঁর নাম বলার পর তা যাচাই করা হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন কুন্তল-বর্ণিত এই 'রহস্যময় নারী'। উল্লেখ্য, এই হৈমন্তীর নাম প্রথম জনসমক্ষে আনেন কুন্তল। প্রথমে ‘রহস্যময় নারী’ বললেও পরে গোপাল দলপতির স্ত্রীর নাম নেন তিনি।
আরও পড়ুন-