পরপর দুদিন দিল্লির ইডি দফতরে (ED Headquarter) হাজিরা দিলেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল (Suknya Mondal)। বুধবার সাত ঘণ্টা জেরার পর বৃহস্পতিবারও তাঁকে টানা জেরা করা হয়। সূত্রের খবর, তাঁর উত্তরে সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা। শুক্রবার ফের তাঁকে তলব করা হয়েছে। এই নিয়ে টানা তিনদিন ইডি দফতরে হাজিরা দেবেন সুকন্যা।
বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ নাগাদ ইডি দফতর থেকে বেরোন সুকন্যা। এদিনও প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের নামে যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, তার উৎস জানতে চান ইডি। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি সুকন্যা। এএনএম অ্যাগ্রো কেমের অধীনে ভোলে বোম রাইস মিলের মালিকানা নিয়েও প্রশ্ন করা হয় সুকন্যাকে। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট মনীশ কোঠারি (Manish Kothari) ও ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও (Rajeev Bhattacharya) জিজ্ঞাসাবাদ করে ইডি। মনীশকেও ফের শুক্রবার তলব করেছে ইডি।
আরও পড়ুন: পাঁচ বছরে সবচেয়ে বেশি! ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় রাজ্যে রেকর্ড
বৃহস্পতিবার দুটি বড় ব্যাগ নিয়ে ইডি দফতরে ঢোকেন সুকন্যা মণ্ডল। তাতে ইডির নথিপত্র ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সুকন্যার সঙ্গে এদিন তাঁর এক বান্ধবী ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই আত্মীয়।