এবার সুকন্যা মন্ডলকে তলব ইডির। আগে সিবিআই তলব পেয়েও তা একাধিকবার এড়িয়ে যাওয়ার অভিযোগ কেষ্ট-কন্যার বিরুদ্ধে। বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ১৮ অক্টোবর মেল মারফত তাঁর আয়-ব্যয়ের নথি সিবিআইকে পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখোমুখি হননি সুকন্যা।
কেষ্ট-কন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় সিবিআই। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কিন্তু সিবিআই হাজিরা এড়িয়ে ইমেল মারফত হিসেব পাঠিয়ে দেন সুকন্যা। সিবিআইকে তিনি জানিয়েছিলেন, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য সেই সময় রাজ্যের বাইরে ছিলেন তিনি।
আরও পড়ুন- Anubrata Mondal Kalipuja : ৫৭০ থেকে মাত্র ৪০ ভরি, অনু-হীন পুজোয় যেন অমাবস্য়ার নিশি
পাশপাশি, আরও একটি সংস্থা, নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের বিষয়েও সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা। সিবিআই চার্জশিটে উল্লেখ, অনুব্রতর নির্দেশেই ওই কোম্পানি খোলা হয়। এই কোম্পানির নামে প্রায় ৯০ কাঠা জমির সন্ধান মিলেছে বলেও খবর।
তবে ইডির এই তলবে আদৌও সুকন্যা দিল্লি যাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে, প্রথমবার তলবে কাজ না হলে ফের তলব করা হতে পারে কেষ্ট-কন্যাকে। ইডি সূত্রে খবর, সায়গল হোসেনের থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখতে সুকন্যাকে তলব করা হয়েছে।