নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বনি সেনগুপ্তকে তলব ইডির। চলতি সপ্তাহে ইডি দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন ওই অভিনেতা। ইডি সূত্রে খবর, অভিযুক্ত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই তাঁর নাম পাওয়া গিয়েছে। এরপরই তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির রাডারে রয়েছেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী। বনির পাশাপাশি কুন্তলের কয়েকজন এজেন্টকেও ডেকে পাঠিয়েছে ইডি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম কোনও অভিনেতার নাম জড়ালো বলেই খবর।
অন্যদিকে, হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার ফের তলব করা হয়েছে ওই যুব তৃণমূল নেতাকে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের গ্রেফতার হতেই একাধিকবার শান্তনুকে জেরা করেছে ইডি।
আরও পড়ুন- Money Recovered in Newtown: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের কল সেন্টারে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা