রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই তদন্ত শুরু করে ইডি। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বিপুল সম্পত্তির খোঁজে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টানা ৬ মাস ধরে তদন্ত চালিয়ে উদ্ধার একাধিক নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইডি। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই বিপুল সম্পত্তির উল্লেখও রয়েছে ইডির চার্জশিটে।
আগে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানান, তদন্তে উদ্ধার হওয়া নথি তাঁদের দিচ্ছে না ইডি। ফলে ইডির দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থর আইনজীবীরা। তারপরই আদালত ইডিকে আইনজীবীদের হাতে দ্রুত সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে দিন ধার্য করা হয়। সেইমতো সমস্ত নথি-সিডি তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন- CPIM West Bengal: রাজ্যে আসছে 'আপডেটেড' সিপিআইএম, ডিজিটাল মাধ্যমে অর্থ সংগ্রহে সায় আলিমুদ্দিনের
শেষ শুনানিতেও পার্থর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চাওয়া হয়। সেক্ষেত্রে পার্থর আইনজীবীর বক্তব্য ছিল, শুধুমাত্র আটকে রাখার জন্যই জামিনের বিরোধিতা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পার্থর জামিনের আবেদন খারিজ করে হেফজতের নির্দেশ দেয় আদালত।