শিবপুর কাণ্ডে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ালো প্রায় ২০৭ কোটি। রবিবার বিপুল নগদ টাকা উদ্ধারের পর ফের ৭৭ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে বলেই খবর। মোট ২২টি অ্যাকাউন্ট থেকে ওই লেনদেন চলেছে বলেই মত ইডির। উল্লেখ্য, রবিবার হাওড়ার বাসিন্দা শৈলেশ পাণ্ডের ফ্ল্যাটে মেলে প্রায় ৬ কোটি টাকা এবং লক্ষাধিক টাকার গয়না। মূল অভিযুক্ত ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ইডি।
ইডি সূত্রে খবর, শিবপুরের ব্যবসায়ী শৈলেশের ২২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক মাসে ৭৭ কোটি টাকা লেনদেন হয়। তদন্তে নেমে আধিকারিকরা নরেন্দ্রপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও ১৭টি অ্যাকাউন্টের সন্ধান পান। তদন্তে উঠে আসে, ওই ১৭টি অ্যাকাউন্ট থেকেও গত এক বছরে মোট ১৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। ফলে এখনও পর্যন্ত ওই ব্যবসায়ীর কয়েকটি অ্যাকাউন্টে ২০৭ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন বলে জানান আধিকারিকরা।
আরও পড়ুন- ED Raid in Ultadanga: শহরে ফের টাকার পাহাড়, উল্টোডাঙ্গার ফ্ল্যাট থেকে উদ্ধার শতাধিক নোটের বান্ডিল
রবিবার শিবপুরের মন্দিরতলায় ৫৩৫ নম্বর অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের একটি ফ্ল্য়াট থেকে মেলে নগদ প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গয়না। মধ্যরাত পর্যন্ত তাঁর ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। সোমবার পলাতক শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে পুলিশ। টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করে দেন গোয়েন্দারা।