শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী ও আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। চলতি সপ্তাহেই তদন্তকারীরা দাবি করেছিল, মানিকের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে। ইডির দাবি, ছেলে শৌভিকের অ্যাকাউন্টও মানিক নিজেই চালাতেন।
ইডি সূত্রে খবর, মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যকে আগামী সপ্তাহেই তলব করা হবে। তাঁর স্ত্রী এবং অন্যান্য আত্মীয়স্বজনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির এই আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত মানিক পুত্রও। অভিযোগ বেসরকারি বিভিন্ন কলেজের সঙ্গে শৌভিকের সংস্থার ২ কোটি ৬৪ লক্ষ টাকার চুক্তি হয়েছিল।
প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে জানিয়েছিল, ২০১৬ সালেই মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীয়ের জয়েন্ট অ্যাকাউন্টের কেওয়াইসি-র ২০১৯ সাল পর্যন্ত আপডেট করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মানিকের আইনজীবীর দাবি, ওই অ্যাকাউন্টটি ১৯৮১ সাল থেকে রয়েছে। অ্যাকাউন্টের ধারক অন্য ব্যক্তি হলেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। ইডির পাল্টা দাবি, অ্যাকাউন্টের অন্য ধারক ২০১৬ সালে মারা গেলেও ব্যাঙ্ককে সেই তথ্য জানানো হয়নি।