পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজ্য শিক্ষা দফতরের (State Education Department) উদ্যোগে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়' । তার আগে এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (West Bengal Government) । নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহের ছ’দিন অর্থাৎ সোম থেকে শনি পাড়ায় পড়াশোনা চলবে। দুই অর্ধে পড়াশোনা চলবে । এই দুই অর্ধে ছাত্র-ছাত্রী (Students) বদল হলেও শিক্ষক-শিক্ষিকা (Teachers) একই থাকবে ।
প্রতিটি অর্ধ হবে দুই ঘণ্টার । অর্থাৎ একটা অর্ধের সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা । মাঝে এক ঘণ্টার বিরতি । পরের অর্ধ শুরু হবে বেলা দেড়টা থেকে । চলবে সাড়ে ৩টে পর্যন্ত । স্কুল শুরু হওয়ার সময় যেমন প্রার্থনা হয়, এখানেও সেরকমই হবে । টিফিন টাইমও থাকবে ।
আরও পড়ুন, West Bengal Weather : আবার ঝঞ্ঝা ! কাল থেকে দাপট কমতে পারে শীতের
নির্দেশিকায় আরও বলা হয়েছে, পাড়ার নাম অনুসারে শিক্ষালয়কে চিহ্নিত করে ব্যানার বা ফ্লেক্স বানিয়ে তাতে সেই নাম লিখতে হবে । কোন ছাত্র বা ছাত্রীকে কোন পাড়ার শিক্ষালয়ে পাঠাতে হবে এবং কী কী প্রস্তুতি-সহ পাঠাতে হবে, তা ৩ ফেব্রুয়ারির মধ্যে অভিভাবকদের জানাতে হবে । কোনও শিক্ষালয়েই ২০ থেকে ২৫ জনের বেশি পড়ুয়া থাকবে না । তাদের বসার জন্য চট বা শতরঞ্চির ব্যবস্থা করতে হবে । তা প্রতিদিন স্যানিটাইজ় করতে হবে । বিভিন্ন জেলার শিক্ষা দফতরের কর্তারা ভিডিও সম্মেলনের মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের ।