মিড ডে মিল নিয়ে অনিয়ম খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার আগেই সর্বশিক্ষা মিশন খাতে প্রায় ২৫০ কোটি টাকা পেল রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, পরিকাঠামো এবং পরিকল্পনার দিক থেকে রাজ্য সরকার যথেষ্ট কার্যকরী ভূমিকা। তারই ফলশ্রুতিতে কেন্দ্রের তরফে রাজ্যের এই প্রাপ্য অর্থ বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, মিড ডে মিলে অব্যবস্থার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসার আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মত রাজনৈতিক মহলের।
আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিলের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকি, মুখ্যমন্ত্রীর ছবি টুইটও করেন তিনি। এবার সর্বশিক্ষা মিশনের প্রাপ্য টাকার মধ্যে রাজ্য প্রায় ২৫০ কোটি টাকা পাওয়ায় সেই অভিযোগ যে কিছুটা ধাক্কা খেল, এমনটাই মত রাজনীতির কারবারীদের। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এ সব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বঙ্গ বিজেপি যা খুশি বলুক না কেন, কেন্দ্র যে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে, তাতেই প্রমাণিত, রাজ্য ঠিক পথেই আছে।’’
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন মিড ডে মিল কেন্দ্র পরিদর্শনে ৩০ জানুয়ারি রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এ বিষয়ে আগেই রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন মিড ডে মিল কেন্দ্র খুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মূলত রাজ্যের চারটি জেলার মিড ডে মিল কেন্দ্র ঘুরে দেখবেন অনুরাধা দত্তের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল।