বুধবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার (Chief election commission) ওই তালিকা প্রকাশ করেন।
২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। যাদের মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭ জন। রাজ্যে তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন।
কয়েক মাস আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই তালিকায় রাজ্যের প্রায় ৭৯ হাজারটি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জন ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে পুরুষ ছিলেন ৩ কোটি ৭৩ লক্ষ ৩১ হাজার ৬৫৭ জন, মহিলার সংখ্যা ছিল ৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ জন এবং ১ হাজার ৫৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নাম ছিল।