বাজারে অগ্নিমূল্য ডিম (Egg)। কলকাতা-সহ জেলাগুলিতে বাড়ল ডিমের বাজার দর। বৃহস্পতিবার প্রতি পিস মুরগির ডিমের দাম এক লাফ বেড়ে (Egg Price Hike) হয়েছে সাড়ে সাত টাকা। বেড়েছে হাঁসের ডিমের দামও। বৃহস্পতিবার একপিস হাঁসের ডিমের নতুন দাম হয়েছে ১২ টাকা।
ন্যাশানাল এগ কোঅর্ডিনেশন কমিটির প্রস্তাবিত হার অনুযায়ী, বাংলায় ১০০টা ডিমের পাইকারি দাম ৬২৪ টাকা। অর্থাৎ হিসেব করলে একটি মুরগির ডিমের পাইকারি দর ৬টাকা ২৪ পয়সা।
আরও পড়ুন- বিশ্বজুড়ে মন্দার জের, কয়েকশো কর্মীছাঁটাই শেয়ারচ্যাট, ডাঞ্জো, রেবেল ফুডসে
এই দামের উপর ডিম আনার খরচ, খুচরো ব্যবসায়িদের লাভ ধরে বৃহস্পতিবার প্রায় সাড়ে সাত টাকায় বিক্রি হচ্ছে একটি ডিম। এর আগে নভেম্বর মাসে শেষ বার ৫০ পয়সা বেড়েছিল ডিমের দাম। আচমকা ফের দাম বাড়তে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।