দীর্ঘ ২ বছর পর পালিত হচ্ছে ইদ (Eid Ul Fitr 2022)। কোভিড (Covid 19) পরিস্থিতিতে বন্ধ ছিল উৎসব পালন। এবার খুশির উৎসবে আরও একটু খুশি বাড়িয়ে তুলতে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt)। হোয়াটসঅ্যাপে (WhatsApp Order) একটি মেসেজ করলেই বাড়ি পৌঁছে যাবে বিরিয়ানি, চাঁপ, কাবাব সহ ইফতার। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কর্মিহেনশিভ এরিয়া ডেভলেপ কর্পোরেশন এবার শুরু করেছে ইদের স্পেশাল মেনু ডেলিভারির ব্যবস্থা। হোয়াটসঅ্য়াপে অর্ডার নিয়ে বাড়িতে পৌঁছে যাচ্ছে ইদের দাওয়াত (Eid Dawat)।
মেনুতে কী কী আছে
ইদের স্পেশাল ইফতারের জন্য একটি কম্বো প্লেটের ব্যবস্থা করা হয়েছে। সেই প্লেটে থাকছে-
চিকেন বিরিয়ানি। চিকেন, ডিম ও একটি আলু।
চিকেন চাপ ১ পিস।
মালাই কাবাব ৪ পিস।
হরিয়ালি কাবাব ৪ পিস।
১০০ এমএল সিমুই পায়েস।
এই স্পেশাল ইফতারের প্লেটের দাম ৪২৫ টাকা।
কীভাবে করবেন অর্ডার
ওয়েস্ট বেঙ্গল কর্মিহেনশিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (CADC)-র পক্ষ থেকে দেওয়া হয়েছে চারটি হোয়াটসঅ্যাপ নম্বর। যেখানে মেসেজ করলেই বাড়ি বয়ে পৌঁছে যাবে খাবার। ইদ স্পেশাল যে অফার চলবে মঙ্গলবার পর্যন্ত। রাত ১০ টার মধ্যে করতে হবে অর্ডার। তাহলেই পরের দিন রাত ৮ টার মধ্যে পৌঁছে যাবে খাবার।
নম্বরগুলি হল- 8170887794, 9735929413, 9163123556, 6290225859
সারাবছরই হোম ডেলিভারি
ইদের ইফতার মিস করলেও চিন্তা করার অবশ্য কোনও কারণ নেই। সারাবছরই খাবারের হোম ডেলিভারি চালু আছে। সাধারণ মানুষের জন্য খাবারের পাশাপাশি নির্দিষ্ট অর্থের বিনিময়ে বয়স্কদের জন্য সারা মাসের খাবারও সরবরাহ করে থাকেন তারা। পাশাপাশি বাড়ির পোষ্যদেরও জন্যও খাবার দেয় CADC।
প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই হোম ডেলিভারির কাজ। যা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ও সিএডিসি কর্মচারীদের সুবাদে এগিয়ে চলেছে।
আরও পড়ুন: রমজানের শেষে আজ সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খুশির ইদ
CADC-র এক আধিকারিক জানাচ্ছিলেন, "করোনাকালে বয়স্কদের বাড়ি বাড়ি যাতে খাবার পৌঁছে যায়, সেই উদ্যোগ নিতে বলেছিলেন সুব্রতবাবু। তারপর থেকে চলছে এই প্রক্রিয়া। সারা বছর খাবার বাড়ি বাড়ি সরবরাহ করার পাশাপাশি আমরা বিভিন্ন উৎসব উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে থাকি। গত পয়লা বৈশাখেও ছিল প্ল্যাটারের হোম ডেলিভারির ব্যবস্থা।"