রাত পোহালেই বাগদেবী সরস্বতীর পুজো (Saraswati Pujo)। এই একটি মাত্র পুজো ঘিরে ছাত্র-ছাত্রী, পড়ুয়াদের উচ্ছ্বাস থাকে তুঙ্গে। স্কুলের পুজো যেন নস্টালজিয়া। এবার আসানসোলের নরসোমুদা জনকল্যাণ সমিতি হাইস্কুলে সরস্বতী পুজো হবে স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র শঙ্কর ধীবরের নিজে হাতে গড়া মূর্তিতে। ছোট থেকেই নিজের মতো মূর্তি গড়ত সে। এবার নিজের স্কুলের জন্য ৫ ফুটের মূর্তি গড়েছে শঙ্কর। প্রাইমারি স্কুলের জন্য গড়েছে ৩ ফুটের মূর্তি।
কাঠ খড় চটের বস্তা দিয়ে তৈরি হয়েছে কাঠাম। তিন সপ্তাহের মতো সময় লেগেছে মূর্তি তৈরি করতে। স্কুল, টিউশন পঠন পাঠনের মাঝেই জোর কদমে শুরু হয় প্রতিমা তৈরীর কাজ। প্রতিমার শাড়ি অলংকার মাটির। সঙ্গে রয়েছে ডাকের সাজ।