আগামী ১৩ মে লোকসভায় তৃতীয় দফার নির্বাচন। তার আগে এবার বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই আইসি। এর মধ্যেই আইসি বদলের ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'রাজ্য নির্বাচন কমিশনের থেকে পাঠানো 'মেমো'র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে অন্যত্র বদল করা হল। দ্রুত তাঁর পরিবর্তে কাকে পদে নিয়ে আশা হবে তাও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে।'
আরও পড়ুন - সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন, কী দেখা গেল ভিডিওতে ?