দলছুট দাঁতালের তাণ্ডবে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম দিলীপ রায়।
জানা গিয়েছে, শনিবার সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে দলছুট একটি দাঁতাল ঢুকে পড়ে ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রথমে বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় হাতিটি। এরপর গলি থেকে বেরোনোর সময় আচমকাই পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি হাতিটির সামনে চলে আসে।
পালানোর পথ না পাওয়ায় হাতিটি ওই ব্যক্তির বুকের উপর দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর একটি চারচাকা গাড়ি নিজের শুঁড়ে তুলে আছাড় মারার চেষ্টা করে হাতিটি।
আরও পড়ুন - কাপলিং খুলে বিপত্তি, চার ঘণ্টা পর ফের ছুটল মুম্বই মেল
এই ঘটনায় আহত হন গাড়ির ভেতরে থাকা ড্রাইভার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।