Jhargram News : ঝাড়গ্রামে ধান ক্ষেতে হাতির তাণ্ডব, ক্ষতির মুখে চাষিরা

Updated : Nov 19, 2022 16:25
|
Editorji News Desk

জমিতে ধান পাকতে শুরু করে দিয়েছে । পাকা ধান তোলার জন্য তৈরি চাষিরা । কিন্তু,এদিকে, ধান পাকতেই হাতির তাণ্ডব দিনদিন বেড়েই চলেছে ঝাড়গ্রামের উত্তর বাকড়ায় । বিকেল হলেই ধানক্ষেতে হানা দিচ্ছে হাতির দল । হাতির তাণ্ডবে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে । ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা । বারবার বনদফতরকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এবার বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা ।  

হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের উওর বাকড়া এলাকার মানুষরা । এখানে গত দু-তিন ধরে ধান ক্ষেতে ৩৫ থেকে ৪০টি হাতির একটি দল হানা দিচ্ছে । ফলে ধান নষ্ট হয়ে যাচ্ছে । ইতিমধ্যেই প্রায় ২৫ একর জমির ফসল নষ্ট হয়েছে । চাষিদের অভিযোগ, এই বিষয়ে বারবার বন দফতরকে জানানো হলেও ওই হাতির দলকে বাকড়া থেকে সরানোর কোনও উদ্যোগ নেয়নি তাঁরা । ক্ষুদ্ধ গ্রামবাসী হাতির দলকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় । সেই সঙ্গে যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণের দাবিতে শনিবার খড়গপুর বনবিভাগের বারডাঙ্গা বিটের কার্যালয়ে বন দফতরের কর্মীদের অফিসের ভিতর আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । 

এবছর আমন ধানের চাষ ভালই হয়েছিল । এখনই পাকা ধান ঘরে তোলার সময় । সারা বছর সংসার চালানোর জন্য এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন চাষিরা । কিন্তু, অর্ধেক ফসল নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের কপালে । অনেকে বলছেন,এত বড় ক্ষতি হয়ে গেল,  সংসার কীভাবে চালাবেন বুঝতে পারছেন । ছোট ছোট ছেলেমেয়েগুলিকে কীভাবে খাওয়াবেন, পড়াবেন , সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের ।  অনেকে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চাষ করেছেন । সংসার চালানোর পাশাপাশি তাঁদের মাথায় রয়েছে দেনার বোঝা । বন দফতর কোনও ব্যবস্থা না নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ চাষিরা ।  তাই, এদিন প্রতিবাদে সামিল হয়েছেন গ্রামবাসীরা । 

Elephant AttackJhargram

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন