নবান্নে পুর পর্যালোচনার বৈঠকে বিস্ফোরণ ঘটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগড়ে দিয়েছেন পুর পরিষেবা নিয়ে। উন্নয়নের কাজে নাক গলানোর জন্য ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রী থেকে আমলাদের। এমনকী পুলিশকে এদিন মুখ্যমন্ত্রী ভর্ৎসনা শুনতে হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা থেকেই পথে নামল পুলিশ ও বিধাননগর পুরসভা। সেক্টর ফাইভে রাস্তার উপর দখল করে রাখা একাধিক দোকান বন্ধ করে দেওয়া হল।
রাজ্যে আগামী বিধানসভার আগে সরকার ও তৃণমূল কোন পথে চলবে তার রূপরেখা টেনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এদিনের মমতার বার্তায় কালীঘাট নয়, ক্যামাক স্ট্রিট মডেলই লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে মমতার মুখে শোনা গিয়েছে টাকা তোলার কথা।
শহরের বিভিন্ন অঞ্চলে পুর পরিষেবা যে জঘন্য, তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বালি ও হাওড়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর সাফ নির্দেশ, মানুষকে পরিষেবা দিতে না পারলে এক সেকেন্ডের মধ্যে পদ ছেড়ে দিতে হবে। নবান্ন থেকে এই কড়া বার্তা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সল্টলেকে জবরদখল উচ্ছেদে পথে নামল পুলিশ ও পুরসভা।