স্ত্রী ও মেয়েকে গলা কেটে খুনের অভিযোগ এক প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে । পরে তাঁরও ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল রেললাইন থেকে । উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভয়ঙ্কর ঘটনা ।
মৃত প্রাক্তন সেনা কর্মীর নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৪) । স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় (৪৪) এবং দিশা বন্দ্যোপাধ্যায় (১৯) । পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও মেয়েকে খুনের পর আত্মহত্যা করেছেন তিনি ।
জানা গিয়েছে, দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই প্রাক্তন সেনাকর্মীর বাড়ি । সেখান থেকেই এদিন, তাঁর স্ত্রী এবং মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । এরপর ওই প্রাক্তন সেনাকর্মীর ছিনভিন্ন দেহ পাওয়া যায় মধ্যমগ্রাম স্টেশনের কাছে ।
স্থানীয় সূত্রে খবর, গৌতম বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রাক্তন সেনাকর্মী মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, তার জেরেই এমন ঘটনা ঘটতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।