পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইন থেকে উদ্ধার প্রাক্তন মাওবাদী ও তাঁর শিশু পুত্রের রক্তাক্ত দেহ (Deadbody recovered) । সোমবার সকালে, পুলিশ লাইনের স্পেশাল হোমগার্ডের ৮নং কোয়ার্টার থেকে দেহ দুটি উদ্ধার হয় । মৃত ওই হোমগার্ডের নাম হেমন্ত হেমব্রম । তাঁর বাড়ি আড়ষায় ।
পুলিশ সূত্রে খবর, একসময় মাওবাদী ছিলেন হেমন্ত । ২০১২ সালে পুলিশের কাছে আত্মসমর্পণের পর স্পেশাল হোমগার্ডের চাকরি পান তিনি । স্ত্রী ও শিশুকে নিয়ে বেলগুমা পুলিশ লাইনের কোয়ার্টারে থাকতেন হেমন্ত । এই কোয়ার্টার থেকেই এদিন হেমন্ত ও তাঁর ছেলের দেহ উদ্ধার হয় ।
জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত হেমন্তের । পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।