ধুপগুড়ি উপনির্বাচনের আগে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ওই বিধানসভার প্রাক্তন বিধায়ক মিতালী রায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।
গেরুয়া শিবিরে যোগ দিয়ে মিতালী জানান, ২০২১ সালে নির্বাচনে ধুপগুড়িতে তৃণমূল কংগ্রেস হারার পর দলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখা হয়নি। সেকারণে তাঁর দলত্যাগ। যদিও শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে।
এদিশে শনিবারই অভিষেকের প্রচারমঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রমাণিক। তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দলে ফাটল শাসক দলে।
Read More- নতুন মহকুমা হিসেবে কবে স্বীকৃতি ধুপগুড়ির? উপনির্বাচনের প্রচারে গিয়ে জানালেন অভিষেক
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মীতালি। ২০২১ পর্যন্ত তিনিই বিধায়ক ছিলেন। কিন্তু ২০২১ সালে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের কাছে হেরে যান তিনি। এবার উপনির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি শাসক দল। পরিবর্তে প্রার্থী হয়েছেন নির্মলচন্দ্র রায়।