বুধবার দিনভর টানা CBI জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালেই বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) দেখা গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। তিনি কলকাতা (Kolkata) আসছেন বলেই সূত্রের খবর। সস্ত্রীক বিমানবন্দরে আসেন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। যদিও তাঁর কলকাতা আসার কারণ এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ সস্ত্রীক সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) আবাসন থেকে বেরোতে দেখা যায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে না গিয়ে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেন। তাঁদের বিমানবন্দরের ভিতরে ঢুকতেও দেখা যায়। বিমানবন্দরে ঢোকার সময় সাংবাদিকদের সম্পূর্ণ এড়িয়ে যান সুবীরেশ ভট্টাচার্য।
বুধবার সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। এসএসসির গ্রুপ ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগ মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি আর কে বাগ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে জানানো হয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-তে ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষা দেননি বলেও অভিযোগ উঠেছে। বাগ কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল।