বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (Visva-Bharati Convocation) অনুষ্ঠানে বিক্ষোভ পড়ুয়াদের । প্রাক্তনীদের একটি অংশকে এদিন সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । উপাসনাগৃহের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাক্তনীদের একাংশ । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী চত্বরে (Chaos at Visva-Bharati Convocation) ।
জানা গিয়েছে, বিশ্বভারতীর বাইরে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা, তখন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । পরে পরিস্থিতি বেগতিক বুঝে কয়েক জন প্রাক্তনীকে ভিতরে ঢুকতে দেওয়া হয় । কিন্তু যাঁদের সঙ্গে ব্যাগ, মোবাইল ফোন ছিল, তাঁদের কোনও ভাবেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।
সমাবর্তন অনুষ্ঠানের আগের থেকেই বিশ্বভারতীতে উপাচার্যের বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । পোস্টারে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে 'রাজনৈতিক' আখ্যা দেওয়া হয় । রাজনাথ সিংয়ের কাছে অনুরোধ জানিয়ে পোস্টারে লেখা হয়, "পাথরবাজ ভি.সি-র থেকে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের বাঁচান' । আবার কোনও পোস্টারে লেখা, রাজনৈতিক সমাবর্তন বয়কট করা হোক ।