সাত বছর আগের দলের ভেতরের দুর্নীতি নিয়ে মুখ খুলে সাসপেন্ড হয়েছিলেন। ফের একই বিষয় নিয়ে নিয়ে প্রকাশ্যে সরব হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বপনকান্তি ঘোষ (Swapan Kanti Ghosh)।- ঘটনাচক্রে আগেরবার তাঁকে সাসপেন্ড করা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এখন শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়েই জেলে। অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal) তিনি সময় থাকতে সাবধান করেছিলেন বলেই জানালেন স্বপনকান্তি ঘোষ।
গরু পাচার-কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া নিয়েও তিনি বলেন, ‘‘আমার কথা শুনলে অনুব্রতের এই অবস্থা হত না।’’
Salary Hike in Indian Corporate: ২০২৩ সালে আসছে সুখবর, বেতন বাড়াতে পারে ভারতের কর্পোরেট সংস্থাগুলি
দলেরই একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বছর সাতেক আগে বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন সিউড়ির প্রাক্তন বিধায়ক স্বপন। সেই সময় স্বপনকে ‘সাসপেন্ড’ করেছিল তৃণমূল। সাত বছর পর আবার দলে ফিরে একই সুর স্বপনের গলায়।
স্বপনের দাবি, দুর্নীতির কথা বহু দিন আগেই তিনি দলকে জানিয়েছিলেন। দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছিলেন তিনি। কিন্তু তাঁর কথা কেউ শোনেননি বলেই দাবি স্বপনের। "তখন আমার কথায় গুরুত্ব দিলে অনুব্রতের আজ এই অবস্থা হত না।’’ বলেন প্রাক্তন বিধায়ক।
সোমবার তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আবার তৃণমূলে ফিরে এসেছেন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না-করা হলে ফের দল ছাড়তে যে তিনি পিছপা হবেন না তা স্পষ্ট ভাবে জানিয়েছেন স্বপন।