রাজ্যের সব মদের দোকানে এবার থেকে থাকবে ‘কথা বলা কলম’, নকল মদের বিক্রি ঠেকাতে নয়া প্রয়াস আবগারি দফতরের। সেই কলমটি বোতল-এ বা বাক্সের গায়ে ঠেকালেই বোঝা যাবে মদ আসল না নকল। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত খুচরো মদ বিক্রেতাদের এই নির্দেশ পাঠিয়েছে আবগারি দফতর। এই পেনটির দাম ৩০০০ টাকা। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মদ বিক্রেতাদের এই পেন কেনার নির্দেশ দিয়েছে সরকার।
Dengue Treatment : ডেঙ্গির সরাসরি চিকিৎসা নেই, কীভাবে সাবধান হবেন,পরামর্শ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের
লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতারা সরকারি সংস্থা ‘বেভকো’র থেকে মদ কেনে, কিন্তু এর পরেও অনেক দোকানদার খোলাবাজার থেকে মদ কেনেন বলে অভিযোগ। নকল মদের বিক্রি ঠেকাতেই নয়া পদক্ষেপ সরকারের।