২৬ জনকে চাকরি দিতে প্রায় দেড় কোটি টাকা নেন শান্তনু। বুধবার নগর দায়রা আদালতে এমনটাই জানিয়েছে ইডি। মূলত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের কথা বলেই ওই টাকা তোলেন বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা। পাশাপাশি, এদিন ইডির তরফে নথি দাখিল করা দাবি করা হয়, ‘লোটাস কনস্ট্রাকশন’ নামক এক সংস্থাকে প্রভাব খাটিয়ে কাজ পাইয়ে দেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।
ইডি সূত্রে আরও খবর, 'লোটাস কনস্ট্রাকশন' থেকে নিজের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেন শান্তনু। এমনকি, নিজের আয়ের উৎস লুকোতে দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন শান্তনু। সেখানকার চেকবুকে তাঁদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। তবে এই পদ্ধতিতে বড় অঙ্কের টাকা নয়ছয় হয়ে থাকতে পারে বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন- Justice Abhijit Gangopadhyay: ২০১৬ প্রাথমিক নিয়োগের তথ্য প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের