শুক্রবার ভোট আবহে ফের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালির নাম। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই। এদিন তল্লাশি অভিযানে CBI এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে NSG, ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল রোবট পাঠায় NSG।
এই যন্ত্রমানবের অপারেশনে ভাল নাম EODMU অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডন্য়ান্স ডিসপোজাল মোবাইল ইউনিট। এই রোবট তৈরি হয়েছে আমেরিকায়। বিস্ফোরক তার চোখকে ফাঁকি দিতে পারে না কখনই। মূলত রিমোটের মাধ্যমেই ওর চলাচল। তার গায়ে লাগানো রয়েছে একাধিক ক্যামেরা। যেকোনও জায়গা থেকে বিস্ফোরক খুঁজতে পারে এই রোবট। এমনকি নিরাপদ দূরত্বে গিয়ে সেই বিস্ফোরক নিষ্ক্রিয়ও করতে পারে।
Sandeshkhali Incident: বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, সন্দেশখালির বাড়ি থেকে আর কী কী উদ্ধার সিবিআইয়ের!
৪৫ ডিগ্রি খাড়া সিঁড়িতেও উঠে যেতে পারে এই রোবট। ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পাারে। কণ্ঠস্বর শুনে কাজ করতে পারে এই রোবট। রয়েছে গ্রিন লেজার।