আর নয় রোল কল, কর্পরেট ধাঁচেই এবার হাজিরা নেওয়ার ব্যবস্থা চালু হতে চলেছে বিভিন্ন স্কুলে। প্রাথমিকভাবে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে ওই প্রক্রিয়া চালু হল।
কীভাবে কাজ করবে ওই সিস্টেম?
জানা গিয়েছে, ফেস রেকগনাইজেশন অ্য়াটেনড্যান্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে হাজিরার সংখ্যা নির্দিষ্ট ডেটাবেসে নথিভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, পড়ুয়াদের স্কুলে ঢোকা ও বেরোনোর সময় অভিভাবকদের ফোনে মেসেজও পৌঁছে যাবে।
দীর্ঘদিন ধরেই অনেক স্কুলের তরফে অভিযোগ করা হয়েছে, পড়ুয়ারা বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হলেও তাদের মধ্যে অনেকেই স্কুলে যাচ্ছে না। সেকারণেই ৭৫ শতাংশ হাজিরার হার অনেক পড়ুয়াই পূরণ করতে পারছে না। সেকারণেই নয়া ব্যবস্থার সূচনা করা হয়েছে।
এর পাশাপাশি একাধিক স্কুলে ডিজিট্যাল ID কার্ডও চালু করা হয়েছে। বাঁকড়ার ওই স্কুলে প্রায় ১ লাখ টাকা খরচ করে বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে। এর ফলে স্কুলে পড়ুয়ার হাজিরার হার বাড়বে বলে মনে করা হচ্ছে।