নভেম্বর মাসে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ির হওয়া ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের।
গত ১০ নভেম্বর আগরপাড়ার সাউথ স্টেশন রোডে ব্যবসায়ী দিগম্বর সিংয়ের বাড়ি ফাঁকা ছিল। স্ত্রী মঞ্জুকে নিয়ে ছটের কেনাকাটা করতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। বাড়িতে ছিলেন তাঁদের বিশেষ ভাবে সক্ষম মেয়ে। তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ লুঠ করা হয়। অভিযোগ দায়ের করা হয় থানা।
আরও পড়ুন - জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের নামে ৫৮টি স্থায়ী আমানত! কোথা থেকে আসত এত টাকা?
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরপরেই জানা যায়, ডাকাতির গল্প ফেঁদেছিলেন ওই বাড়ির গৃহবধূ। কারণ তিনি আর্থিক সমস্যায় পড়েছিলেন। তাই নিজের গয়না অন্যত্র বন্দক দিয়ে টাকা যোগাড় করেছিলেন।
সেই গয়না ছাড়াতে না পেরেই ডাকাতির গল্প ফাঁদেন। কারণ সামনেই ছিল ছট পুজো। স্বামীর আবদারে তাঁকে সোনার গয়না পরতে হত। কিন্তু তাঁর কাছে কোনও গয়না ছিল না। যদিও ওই গৃহবধূকে গ্রেফতার করেনি পুলিশ। সিদ্ধান্ত নেবে আদালত।