পারিবারিক কোনও অশান্তির জেরে মঞ্জুষার (Manjusha Dey Niyogi) মৃত্যু হয়নি। মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর পর এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, অতিরিক্তি উচ্চাশার খেসারত দিল মঞ্জুষা।
মঞ্জুষার মা জানিয়েছেন, বিদিশার খুব ভালো বন্ধু ছিল মঞ্জুষা। তাই বিদিশার এমন অকালে চলে যাওয়ার ঘটনায় ও খুব দুঃখ পেয়েছিল। একই সঙ্গে মঞ্জুষার পরিবারের দাবি, মঞ্জুষার স্বামী যথেষ্ট ভালো। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। মঞ্জুষার প্রতি যথেষ্ট খেয়াল রাখত তাঁর স্বামী।
আরও পড়ুন: মঞ্জুষার মা সত্যি বলছেন না, দাবি বিদিশার মডেল বন্ধুবান্ধবদের
মঞ্জুষার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা পুলিশে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাবেন না। মঞ্জুষার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তাঁরা কাউকে দায়ী করতে চান না। মঞ্জুষার পরিবার বরং পরোক্ষে জানিয়েছে, অতিরিক্ত উচ্চাশার জন্যই মঞ্জুষার এমন পরিণতি হল।