বাম ছাত্র নেতা আনিস খান মৃত্যুর তদন্তে সিবিআই তদন্তের আর্জি জানাল তাঁর পরিবার। রায় পুনর্বিবেচনা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন আনিস খানের আইনজীবী। তাঁর বক্তব্য, সিআইডি তদন্তের উপর তাঁদের ভরসা নেই।
আনিস খানের মৃত্যুর তদন্তে প্রথম থেকেই সিবিআই-এর দাবি করে আসছেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু সেসময় বিচারপতি রাজাশেখর মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। সম্প্রতি ওই মামলায় একটি চার্জশিট জমা করেছে সি আই ডি। কিন্তু পরিবারের অভিযোগ, ওই চার্জশিটে অনেক অসংগতি আছে। সেকারণে ফের সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে।