অনুব্রত মণ্ডল। , নামটুকুই যথেষ্ট। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা । তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ প্রচারের আলোয় চলে আসতে থাকেন তিনি, বাড়ে দাপট, বাড়ে ক্ষমতা। নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য এবং নানা অদ্ভুত শব্দবন্ধের ব্যবহার তাঁকে এনেছে খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাঁর ভিডিয়ো।
এ হেন কিছু শব্দবন্ধের তালিকা দেখে নেওয়া যাক
চড়াম চড়াম:
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এল অনুব্রত উবাচ। বিরোধীদের জন্য ‘চড়াম চড়াম’ করে ঢাক বাজবে,ভবিষ্যদ্বাণী করলেন অনুব্রত। বিরোধীদের অভিযোগ ছিল, বিরোধীদের উপর বোমা মারার হুমকি দিচ্ছেন অনুব্রত। কিন্তু বিরোধীদের কথায় নিজের বক্তব্য থেকে সরে আসেননি অনুব্রত।
গুড় বাতাসা:
২০১৮ -এর পঞ্চায়েত নির্বাচন। বাংলাব্যাপী অশান্তির অভিযোগ করে বিরোধীরা। সেবারই- রীতিমতো হিট হয়ে যায় অনুব্রতের ‘গুড় বাতাসা’ তত্ত্ব। অনুব্রত বিরোধীদের উদ্দেশে বলেছিলেন, গরমে মনোনয়ন জমা দিতে গেলে গুড়বাতাসা ও জল খাওয়ানো হবে। একই সময়ে ‘উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে’ বলেও হুঙ্কার শোনা গিয়েছিল দাপুটে নেতার গলায়।
Independence Day 2022: স্বাধীনতা দিবস যেন বৈচিত্রের 'সেল'বন্ধন! অগাস্ট জুড়ে কেনাকাটায় বিশাল ছাড়
নকুল দানা
২০১৮-র মতোই ২০১৯ সালের লোকসভায় বিরোধীদের নকুলদানা ও জল খাওয়ানোর ব্যবস্থা করতে কর্মীদের নির্দেশ দিয়েছিলেন অনুব্রত। বলেছিলেন, “নকুল দানা খেলে আঙুল অন্য কোথাও যাবে না।”
ভয়ঙ্কর খেলা হবে
২০২১ সালের অনুব্রত বরং বেশ সাবধানী। রাজ্য জুড়েই তখন ঘাসফুলের ‘খেলা হবে’ স্লোগান। অনুব্রত শুধু বলেছিলেন, “ভয়ঙ্কর খেলা হবে।”
শুঁটিয়ে লাল
২০২০ সালে জেএনইউ-তে এবিভিপি-র তান্ডব প্রসঙ্গে অনুব্রত বলেছিলেন, এ রাজ্যে বিজেপি এই ঘটনা ঘটনোর চেষ্টা করলে ‘শুঁটিয়ে লাল করে’ দিতেন তিনি।