সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শ্রমিকের। ভোরে ঘটনাটি ঘটে টাকি রোডের রাহারহাটি এলাকায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে কাজের উদ্দেশ্যে বসিরহাটের গোবিন্দপুর থেকে হাড়োয়া যাচ্ছিলেন ৭ শ্রমিক। তাঁদের ইঞ্জিন ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ছোট মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিন ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন সকলে। জখম শ্রমিকদের আর্ত চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় ভ্যানচালক সহ আট জনকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মাজেদ মোল্লা, শরিফুল সরদার ও আবুল হোসেনের মৃত্যু হয়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় কলকাতায়।
আরও পড়ুন- Bhagbanpur BJP Rally : ভগবানপুরে বিজেপির মিছিলে বোমা,চলেছে গুলিও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পুলিশ সূত্রে দাবি, ওই ৭ শ্রমিক কলমিস্ত্রির কাজ করত। সোমবারও সেই কাজেই রওনা হয়েছিল ওই ৭ জন। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।