বাড়ি বিক্রি করা নিয়ে বিবাদ।বিবাদের জেরে বাবাকে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের সুলিতলা গ্রামে। অভিযুক্ত ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার। বয়স ৫৪ বছর।
পরিবার সূত্রে খবর, আব্দুস সাত্তার তাঁর নিজের বাড়ি বিক্রি কে টাকা তিন ছেলেকে ভাগ করে দেন। কিন্তু বাবার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ছেলে মোশারফ হোসেন। প্রায়ই এই নিয়ে অশান্তি চলত। বৃহস্পতিবার সকালে ফের অশান্তি বাঁধে। আব্দুসের উপর হাসোয়া নিয়ে চড়াও হয় মোশারফ। বাবার পেটে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। আব্দুসের স্ত্রী রোশেনারা বিবির আরও অভিযোগ, তাঁর অন্যান্য ছেলেমেয়ে মোশারফকে ঠেকাতে গেলে তাঁদেরও কোপ মারে মোশারফ।
আরও পড়ুন- শিলিগুড়ির জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন, দেখুন ভিডিয়ো
তড়িঘড়ি আব্দুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।