বাড়ি থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় তাঁর বাবাকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর (Narendrapur Murder) থানার গড়িয়ার কালীতলা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মৃতের মাসির অভিযোগ, ফিক্সড ডিপোজিট হিসেবে ব্যাঙ্কে থাকা ৩ লক্ষ টাকার লোভেই মেয়েকে খুন করেছেন বাবা। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আপাতত তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ ।
গত মঙ্গলবার গড়িয়ার কালীতলার একটি বাড়ি থেকে উদ্ধার হয় সুদেষ্ণা নস্কর নামে ১৮ বছর বয়সি এক কলেজ পড়ুয়ার দেহ। এই ঘটনায় পুলিশ স্বতপ্রণোদিত মামলা রুজু করেছিল। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার রাতে গ্রেফতার করা হয় মৃত ছাত্রীর বাবা অবিনাশ নস্করকে।
Nusrat Jahan: এবার হিন্দি 'বিগ বস'-এর অতিথি হতে চলেছেন নুসরত জাহান, জোর গুঞ্জন টলিউডে
বছরখানেক আগে সুদেষ্ণার মা বৃহস্পতি নস্করেরও অস্বাভাবিক মৃত্যু ঘটে। সুদেষ্ণার মাসির অভিযোগ, তাঁর দিদিকেও মেরে ফেলেন অবিনাশই।
অন্যদিকে অবিনাশের দাবি, তিনি নির্দোষ, তাঁর মেয়ে আত্মহত্যা করেছে।